ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে মানবিক সহায়তা পেল ৫০ কর্মবিমুখ পরিবার
Published : Saturday, 24 April, 2021 at 3:02 PM
মুরাদনগরে মানবিক সহায়তা পেল ৫০ কর্মবিমুখ পরিবার মো. হাবিবুর রহমান, মুরাদনগর
লকডাউনে কর্মবিমুখ অসহায় ৫০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামে ওই মানবিক সহায়তা প্রদান করা হয়। গত শুক্রবার বিকেলে গোমতী ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী রুহুল আমিনের অর্থায়নে, চাল, পেয়াজ, তেল ও আলু দেওয়া হয়।
    সমাজ সেবক শাহজাহান মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগ সদস্য আশরাফুল ইসলাম মেম্বার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলাউদ্দিন ও উপজেলা শ্রমিক লীগের সদস্য শাহ আলম প্রমুখ।
সহায়তা নিতে আসা বেশ কয়েকজন দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ‘এ দুর্দিনে সহায়তা পেয়ে আমরা খুব খুশি। সমাজের বৃত্তবানদের প্রতি তারা সবিনয় অনুরোধ জানালেন মানবিক হয়ে তাদের মতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।’
 সমাজ সেবক শাহজাহান মিয়া দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ‘প্রতিবেশীদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই সামান্য ভালবাসা জানিয়েছি ৫০ পরিবারকে। আশা করছি, আমাদের এ কাজে উদ্বুদ্ধ হয়ে সামাজের বৃত্তবান ব্যক্তিবর্গ সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন।’