
তিন দিনের রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে। আগামী এপ্রিলের ২৭ থেকে ২৯ তারিখ শ্রীলঙ্কা অবস্থান করবেন চীনের প্রতিরক্ষামন্ত্রী।
শনিবার শ্রীলঙ্কার সরকারি তথ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এই নিয়ে সম্প্রতি চীনা ঊধ্বর্তন কর্মকর্তাদের দুই বার শ্রীলঙ্কা সফর করা হবে।
সফরে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে চীনের প্রতিরক্ষামন্ত্রী ফেংহের।
এর আগে গেল বছরের অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট ইয়াং জিয়েচি শ্রীলঙ্কা সফর করেন।
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট বর্তমানে একটি বিলের বিরুদ্ধে একাধিক আবেদনের শুনানি করছে যার মাধ্যমে চীন সমর্থিত কলম্বোকে নিয়ন্ত্রণ করতে চীনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়।