ডাবল সেঞ্চুরি করে ৪ বছরের আপে ঘোচালেন করুণারতে
Published : Sunday, 25 April, 2021 at 12:00 AM
২০১৭
সালের অক্টোবরে পাকিস্তানের বিপে টেস্টে মাত্র ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি
পাওয়া হয়নি দিমুথ করুণারতেœর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সে
ম্যাচে ১৯৬ রানে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হয়ে আপে নিয়ে সাজঘরে ফিরেছিলেন
করুণারতেœ। ডাবল সেঞ্চুরি না পাওয়ার সেই কষ্টটা তিনি মাটিচাপা দিলেন আজ,
বাংলাদেশের বিপ।ে
৩৮৭ বলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন
করুণারতেœ। এই ইনিংস খেলার পথে তিনি হাঁকিয়েছেন। কোনো ছক্কা না মারলেও,
মেরেছেন ২১টি চার। দুর্দান্ত ব্যাট করছেন তার সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভাও।
তার সংগ্রহ ১৪২ রান।
করুণারতেœ-ধনঞ্জয়ার নান্দনিক ব্যাটিংয়ে রান-উৎসবে
মেতেছে শ্রীলঙ্কা। প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৬৮ রান।
করুণারতেœ ও ধনঞ্জয়া মিলে এর মধ্যে গড়েছেন ২৭৮ রানের জুটি। বাংলাদেশের চেয়ে
আর মাত্র ৭৩ রানে পিছিয়ে আছে তারা, হাতে আছে আরো ৭ উইকেট।
এর আগে ৭
উইকেটে ৫৪১ রানের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের পে নাজমুল
হোসেন শান্ত ১৬৩ ও মুমিনুল হক ১২৭ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তামিম ইকবাল
৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।