ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চতুর্থ দিনে উইকেট-শূন্য বোলাররা
Published : Sunday, 25 April, 2021 at 12:00 AM
চতুর্থ দিনে উইকেট-শূন্য বোলাররাবাংলাদেশের বিপে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কাও। বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবটা ভালোই দিচ্ছে করুণারতেœরা। টেস্টের চতুর্থ দিনে লাঞ্চের আগে কোনো উইকেট তুলে নিতে পারেনি বাংলাদেশের বোলাররা।
৩ উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা শ্রীলঙ্কার সংগ্রহ এখন ৩ উইকেটে ৩৩১ রান। কোনো উইকেট না হারিয়ে আজ আরো ১০২ রান যোগ করেছে তারা। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারতেœ ১৩৯ ও ধনঞ্জয়া ডি সিলভা ৭৪ রানে ব্যাট করছেন। বাংলাদেশের চেয়ে তারা এখনো ২১০ রানে পিছিয়ে, হাতে আছে ৭ উইকেট।
এর আগে ৭ উইকেটে ৫৪১ রানের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের  নাজমুল হোসেন শান্ত ১৬৩ ও মুমিনুল হক ১২৭ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তামিম ইকবাল ৯০, মুশফিকুর রহিম অপরাজিত ৬৮ ও লিটন দাস ৫০ রান করেন।