অবৈধভাবে মাটি বিক্রয় ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে লক্ষ টাকা জরিমানা
Published : Sunday, 25 April, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর (কৃষ্ণপুর) এলাকায় সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে মো. তোফয়েল নামের এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা এ অভিযানটি পরিচালনা করেন। এ সময় তিনি ওই জমি থেকে মাটি উত্তোলণ কার্যক্রম বন্ধ করে দেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর (কৃষ্ণপুর) এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ওই এলাকায় সরাকরি জায়গা থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে একই গ্রামের আবদুল বারেকের ছেলে মো. তোফায়েলকে ভ্রাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১লক্ষ টাকা জরিমানা করেন এবং মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেন। এ ব্যপারে তোফায়েলকে ভবিষৎতের জন্য সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।