ব্রাহ্মণপাড়ায় চলাচলের জায়গা উদ্ধারে জেলা প্রশাসকের নিকট আবেদন
Published : Sunday, 25 April, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজলার অলুয়া-চন্ডিপুর মৌজাস্থিত সর্ব সাধারণের চলাচল ও ব্যবহার যোগ্য সিএস-০২ খতিয়ানভুক্ত দাগে ২৩ শতক এবং ৭০৫ দাগে ২শতক সহ মোট ২৫ শতক জায়গা দীর্ঘ কয়েক বছর যাবত কতিপয় লোকজন উক্ত তফসিলভুক্ত সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে ভোগ দখল করে আসছে।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মো. এনামুল হক সরকার মাসুদ, স্থানীয় মেম্বার জামাল হোসেন, শামসুল আলম ভূইয়া, হারুন অর রশিদ ভূইয়া, নজরুল ইসলামসহ একাধিক ব্যক্তি সর্ব সাধারণ মানুষের চলাচলের জন্য গোবাম ও জ্ঞানার্জনের জন্য ভিটি পাঠশালার জায়গাটি উদ্ধারের জন্য কুমিল্লা জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন।
এব্যাপারে তারা বলেন, উক্ত সম্পত্তিটি বিটিশ আমলে রাজা গোপেন্দ্র কৃষ্ণ দেব বাহাদুর গংরা অলুয়া চন্ডিপুর মৌজাস্থিত সিএস খতিয়ান নং-০২, দাগ নং-৭০৪ (গোবাম) জনসাধারণের ব্যবহার্য্য নং- ৭০৫ (ভিটি পাটশালা) দাগে এবং বি এস ১০১৭ খতিয়ান ভুক্ত ১৪৪৯ নং দাগে ২৫ শতক সম্পত্তি গ্রামবাসীর সুবিধামত ভোগ দখল করে আসছিল। দীর্ঘ কয়েক বছর যাবত অলুয়া গ্রামের মুলফত আলী ভূইয়ার ছেলে মফদলের রহমান ভূইয়া এবং আবদুল গফুর ভূইয়ার ছেলে আব্দুল মান্নান গোপনে জাল দলিল তৈরি করে তাদের নিজের নামে উক্ত সম্পত্তি করে নেয়। কয়েকদিন তারা নিজেরা এই সম্পত্তি ভোগ দখলের পর জৈনক আবদুল আলীমের নিকট বিক্রি করে দেয়। এই ব্যাপারে দখলকৃত জায়গার মালিক আবদুল আলীম জানান, এই সম্পত্তিটির আমি ক্রয় সূত্রে মালিক। এই সম্পত্তিটি আমার নামে খারিজসহ সরকারি দাখিলা রয়েছে। পূর্বে এই সম্পত্তিতে কি ঝামেলা ছিল আমার জানা নেই।