Published : Sunday, 25 April, 2021 at 12:00 AM, Update: 25.04.2021 12:53:29 AM

মাসুদ আলম।। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তর। সেই সাথে টিসিবির পণ্য প্রকৃত ওজন ও ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিতের বিষয়টি তদারকি করা হয়। শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে আদর্শ সদরের দুর্গাপুর বাজার এবং বুড়িচং উপজেলার ময়নামতি সাহেব বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কারচূপি, মেয়াদ উত্তীর্ণ মসলা বিক্রি করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকা-ের সাথে জড়িত থাকার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তর ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে বিক্রিত টিসিবির ট্রাকসেলও মনিটরিং করা হয়। এ সময় ওজনে কম দেওয়ায় টিসিবির ডিলার মেসার্স আয়ান এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিলারশীপ বাতিলের সুপারিশ করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।