চান্দিনায় স্বামীর সাথে রাগ করে পিতৃগৃহে আত্মহত্যা
Published : Sunday, 25 April, 2021 at 12:00 AM
বিশেষ প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় স্বামীর সাথে রাগ করে পিতৃগৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাজমা আক্তার নামে এক তরুনী।
শনিবার (২৪ এপ্রিল) চান্দিনা উপজেলার পৌরসভাধীন ছায়কোট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণী নাজমা আক্তার (১৭) ছায়কোট দক্ষিণ-পশ্চিমপাড়া গ্রামের কামরুল হাসান খোকন এর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়- অষ্টম শ্রেণীতে অধ্যয়ণরত অবস্থায় ২০১৯ সালের মাঝামাঝিতে পাশ্ববর্তী হারং গ্রামের হুমায়ূন কবির নামে এক যুবকের সাথে পালিয়ে বিয়ে করে নাজমা। পরিবার প্রথমে মেনে না নিলেও ২০২০ সালে মেনে নিয়ে উভয় পরিবারের মধ্যে সমঝোতা হয়। তারপর থেকে স্বামী-স্ত্রীর সাথে মনোমালিন্য হয়ে আসছে। শুক্রবার (১৮ এপ্রিল) নাজমা আক্তার বোনের বাড়ি চান্দিনার মাদারপুর গেলে স্বামী কামরুল হাসান ক্ষোভ ঝেড়ে শনিবার সেখান থেকে নিয়ে এসে পিতৃালয়ে দিয়ে যান। দুপুরে সকলের অজান্তে পিতৃালয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন- মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।