ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গোনাহ্ র জন্য মাফ চাওয়াও স্বতন্ত্র আমল
Published : Sunday, 25 April, 2021 at 12:00 AM, Update: 25.04.2021 12:53:46 AM
গোনাহ্ র জন্য মাফ চাওয়াও স্বতন্ত্র আমলগোনাহের জন্য মাফ চাওয়া এটাও একটা স্বতন্ত্র আমল। নামাজ পড়লে আল্লাহ খুশি হল, রোজা রাখলে আল্লাহ খুশি হন। তদ্রুপ গোনাহের জন্য মাফ চাইলে ও আল্লাহ খুশি হন। যত বেশি মাফ চাওয়া যায় ততবেশি আল্লাহ খুশি হন। কোন কারণে ভূল হয়ে গেলে অপরাধ হয়ে গেলে অহংকার করে ক্ষমা না চাওয়া এটা হল অভিশপ্ত ইবলিসের চরিত্র। আল্লাহতালা তা পছন্দ করেন না। কোন বান্দা ভূল করলে, অপরাধ করলে, তাওবা করে আল্লাহ পাকের নিকট ফিরে আসুক। আল্লাহপাক তা পছন্দ করেন, বান্দার প্রতি খুশি হন। বান্দার তাওবা দ্বারা আল্লাহ খুশি হন, এর একটা উদাহরণ-রাসুল (স:) হাদিস শরীফে তুলে ধরেছেন। প্রিয় নবী (স:) এরশাদ ফরমান, কোন একজন মানুষ একটা উটের পিটে চড়ে মরুভূমি দিয়ে যাচ্ছিল তার সাথে আর কেউ নেই। ঐ উটের পিঠে রয়েছে তার খাদ্য ও পানীয় বস্তু। লোকটি মরুভূমির ভিতর দিয়ে চলছে। দীর্ঘ সময় চলার পর লোকটি কান্ত হয়ে পড়ে। একটু বিশ্রামের জন্যে একটি গাছের সাথে তার উটটিকে বেঁধে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখতে ফেল তার উটটি সেখানে নেই। তখন সে ভাবল নির্ঘাত আমাকে এই মরুভূমিতে মরতে হবে। কারণ এখানে খাদ্য পানীয় অর্থাৎ বাঁচার কোন উপকরনই নেই। এই দুশ্চিন্তা আর হারান উটটিকে খুঁজতে খুঁজতে লোকটি কান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ল। হঠাৎ তার ঘুম ভাঙ্গলে, চোখ খুলে দেখে তার হারান উটটি খাদ্য পানীয় বস্তুসহ সেখানে দাড়িয়ে আছে। সে এত খুশি হল যে শুকরিয়া স্বরূপ তার বলার কথা যে, হে আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা। কিন্তু একথা না বলে খুশিতে বলে ফেল্ল, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। খুশিতে আত্মহারা হয়ে গেল। এই উদাহরণ পেশ করে প্রিয় নবী (স:) এরশাদ ফরমান আল্লাহতালা বান্দার তাওবী দ্বারা এর চেয়ে বেশি খুশি হন। তাই আমরা মাগফেরাতের এই মাসে সকল কৃত অপরাধের জন্যে আল্লাহতালার নিকট খালেছ ভাবে তাওবা করবো।