
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনার তৃণমূল প্রার্থী কাজল সিংহের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার ছিল খড়দহ কেন্দ্রে নির্বাচন। কিন্তু ভোটের আগের দিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর বুধবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। ক্রমেই তার অবস্থা খারাপ হতে থাকে। রবিবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাজলের মৃত্যুর পর টুইটে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।