
সাভারে এক বাস চালককে গলাকেটে হত্যার অভিযোগে তার বন্ধুকে আটক করা হয়েছে।
নিহত বাস চালক রাজিব শেখ (২৭) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামের আনিস শেখের ছেলে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রোববার সকালে নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগের রাতে সাভারের আনন্দপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেপ্তার নাজিম মণ্ডল রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার পাঁচুরিয়া গ্রামের কাদের মণ্ডলের ছেলে। তিনি পেশায় রিকশাভ্যান চালক বলে পুলিশ জানায়।
পরিদর্শক সাইফুল বলেন, রাজিবের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাজিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।