
দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আক্রান্ত হয়েছেন তার স্ত্রী রচনাও। আজ রবিবার নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন বাবুল।
টুইটে বাবুল লেখেন, ‘আমি ও আমার স্ত্রী দু’জনেই করোনা আক্রান্ত হয়েছি। আমি দ্বিতীয় বারের জন্য। দুঃখের বিষয় আসানসোলে এ বার আমি ভোট দিতে পারব না। কিন্তু ২৬ তারিখের ভোটে আমাকে রাস্তায় প্রয়োজন ছিল। কারণ, তৃণমূলের দুষ্কৃতিরা ইতিমধ্যেই সেখানে অশান্তি করার চেষ্টা করছে’।
গত বছর ডিসেম্বর মাসে বাবুলের বাবা সুনীলচন্দ্র বড়াল ও মা সুমিত্রা বড়াল করোনা আক্রান্ত হয়েছিলেন। দু’জনেই গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন। বাবার রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি ফেরেন। কিন্তু মা সুমিত্রার মৃত্যু হয় ৯ ডিসেম্বর।
চলতি বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে বিজেপি প্রার্থী করেছে বাবুলকে। পঞ্চম দফার নির্বাচনে তার ভোটগ্রহণ হয়ে গেছে। তার পরেও একাধিক জায়গায় প্রচারে গিয়েছেন বাবুল। যদিও করোনা আক্রান্ত হওয়ায় এ বার তাকে নিভৃতবাসেই থাকতে হবে।