
শাহীন আলম, দেবিদ্বার।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালে অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। রবিবার দুপুরে জনসচেতন ও সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি দেবিদ্বার নিউ মার্কেট সদর এলাকায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এর আগেও তিনি উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে গিয়ে দুস্থদের পরিবারের মাঝে খাবার পৌছে দিয়েছেন। এছাড়াও তিনি নিউ মার্কেট সদর এলাকায় সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও শতভাগ মাস্ক ব্যবহার করে সামাজিক দুরত্ব নিশ্চিত করে কেনাকাটা করার জন্য প্রচারাভিযান চালান। এসময় উপস্থিত ছিলেন এএসআই মো.একরাম হোসেনসহ একদল পুলিশ সদস্য।
ওসি আরিফুর রহমান বলেন, বিভিন্ন গ্রামে কয়েক ঝুঁকি নিয়ে হতদরিদ্রদের পরিবারের খাবার পৌছে দিচ্ছি। এছাড়া সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ী ক্রেতা সাধারণকে সচেতন করছি। বর্তমানে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শপিং মল, দোকান পাট চালানোর জন্য প্রচারণা চালিয়েছি।

তিনি আরও বলেন, মানবতার ফেরিওয়ালা কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নির্দেশনায় দেবিদ্বার থানার পুলিশ সদস্যদের নিয়ে প্রতিদিনই উপজেলার বিভিন্ন গ্রামে করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা পরিবারের পাশাপাশি অসহায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি। মহামারি ও দূর্যোগের কবলে পতিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর কারণে দেবিদ্বার থানা পুলিশের মানবিকতা নিয়ে প্রশংসা করছেন অনেকেই।