ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বর্ণবাদের প্রতিবাদে যে পদক্ষেপ নিল ইংলিশ ফুটবল
Published : Sunday, 25 April, 2021 at 8:42 PM
বর্ণবাদের প্রতিবাদে যে পদক্ষেপ নিল ইংলিশ ফুটবলবর্ণবাদের প্রতিবাদে অভিনব কৌশল অবলম্বন করছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। এতদিন ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে প্রতিবাদ করে কোনো ফায়দা না হওয়ায় নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে তারা।

বর্ণবাদ বিদ্বেষ বন্ধে এতদিন হাঁটু গেড়ে প্রতিবাদ করে কোনো লাভ হয়নি, তাই এখন থেকে প্রতিবাদস্বরূপ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম বয়কটের ডাক দিয়েছেন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি।

অঁরির দেখানো পথ ধরে বর্ণবাদের প্রতিবাদ জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম বয়কটের ঘোষণা দিয়েছে ইংলিশ ফুটবলসহ ইংল্যান্ডের ফুটবল বিষয়ক সব সংস্থা।

ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পর্ক, করপোরেট অ্যাফেয়ার্স বিষয়ক পরিচালক এডলিন জন বলেছেন, ইংলিশ ফুটবল আর সমাজের সঙ্গে সংশ্লিষ্ট অনেক মানুষ নিয়মিতভাবে এমন বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন। যারা এ ঘৃণ্য কাজ করছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সব প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি- এ ব্যাপারে নজর দিন।

প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স বলেছেন, বর্ণবাদী আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন ঘৃণার শিকার হন, এভাবে চলতে দেওয়া যায় না। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ও সব ক্লাব তাই এ প্রতিবাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। ফুটবলে বর্ণবাদের কোনো স্থান নেই।

৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম বয়কট করার আহ্বান জানিয়েছে সংস্থাগুলো।