ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানোর আহ্বান শোয়েব আখতারের
Published : Sunday, 25 April, 2021 at 8:44 PM
 ভারতকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানোর আহ্বান শোয়েব আখতারেরপাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান এই দুরবস্থা যে কোনও সরকারে পক্ষেই মোকাবিলা করা অসম্ভব। আমি আমার সরকার এবং ভক্তদের ভারতকে সাহায্যের আবেদন করছি। অনুরোধ করছি, সবাই অনুদান দিয়ে তহবিল গড়ে তুলুন, ভারতকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানো হোক।

শোয়েব আখতার আরও বলেন, ‘ভারত সত্যিই কোভিডের বিরুদ্ধে সংগ্রাম করছে। অন্য দেশের সাহায্য প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এটা অতিমারি, আমরা সবাই আছি এর মধ্যে। একে অন্যের সহায়ক হয়ে উঠতেই হবে।’
উল্লেখ্য, এর আগে ভারতের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। এছাড়া মহামারী করোনার এই ভয়াবহ সংকটে ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের প্রধান ফয়সাল ইধি। তিনি ৫০টি অ্যাম্বুল্যান্স এবং স্বেচছাসেবী পাঠাতে চেয়েছেন।

সূত্র : আজকাল।