ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে প্রার্থী হতে চান তারেক হায়দার
সৌরভ মাহমুদ হারুন
Published : Monday, 26 April, 2021 at 12:41 AM
বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে প্রার্থী হতে চান তারেক হায়দারকুমিল্লার ভারত সীমান্তবর্তী বুড়িচং-ব্রাহ্মনপাড়া সংসদীয় আসন। বিগত ৪ দশকের অপ্রতিদ্বন্ধি নেতা সাবেক আইন মন্ত্রী,আ’লীগের প্রেসিডিয়াম সদস্য,সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতির সভাপতি কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মনপাড়া সংসদীয় আসনের ৫ বারের এমপি প্রয়াত অ্যাড.আব্দুল মতিন খসরু’র মৃত্যুতে শুন্য হওয়া আসনের নির্বাচনে প্রার্থীতা হতে যখন মরিয়া অনেকেই,তখন প্রয়াত নেতার অত্যন্ত স্নেহভাজন,প্রয়াত খসরু’র রাজনৈতিক অভিভাবক আবুল বাশারের সুযোগ পুত্র জেলা পরিষদ সদস্য হাজী মোঃ তারেক হায়দার শুন্য আসনটিতে মনোনয়ন পেতে আগ্রহী হয়ে উঠেছেন। তার দাবী, প্রয়াত নেতার অসুস্থতার সময় থেকে কিছু সুবিধাভোগী নেতা নিজেদের প্রার্থী হিসেবে ভাবতে শুরু করায় অনেকটা ক্ষোভ থেকেই তিনি প্রচারনায় নেমেছেন।
কুমিল্লার ময়নামতির সিন্ধুরিয়াপাড়া গ্রাম। বুড়িচংয়ের ঐতিহাসিক এই সমৃদ্ধ জনপদের বাসিন্দা মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল বাশারের ৩ ছেলে, ৪ মেয়ের মধ্যে ৩য় এই হাজী মোঃ তারেক হায়দার। ১৯৮৩ সালে কুমিল্লা কলেজ’এ পড়ার সময় মুলত রাজনীতিতে হাতেখড়ি। এরপর ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে পড়ালেখার সময়ও রাজনীতি থেকে দুরে সরে যাননি। কলেজ জীবনের শুরুতে তিনি বুড়িচং ছাত্রলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিগত প্রায় ১০ বছর ধরে বুড়িচং উপজেলা যুবলীগের সহসভাপতি পদে দায়িত্ব পালনছাড়াও বিগত বুড়িচং উপজেলা আ’লীগ কমিটির সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। পারিবারিক সূত্রে রাজনীতিতে জড়িয়ে পড়া ত্যাগী আ’লীগ সমর্থক তারেক হায়দার কখনো নিজেকে নেতা হিসেবে ভাবতে নারাজ। সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিক দলের জন্য একজন নিবেদিতপ্রান । তার কাছে দলের সাফল্যেই বড় কথা। তিনি বলেন, বুড়িচং-ব্রাহ্মনপাড়া আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মতিন খসরু’র বিকল্প কাউকে সাম্প্রতিক সময় কল্পনাও করেনি এই এলাকার মানুষ।  কিন্তু সবাইকেই চলে যেতে হবে। আর এজন্য শুন্য হওয়া আসন কাউকে না কাউকে পুরণ করতেই হবে। তিনি জানান, রাজনীতিতে কখনো নেতৃত্ব দেয়ার চিন্তা করে রাজনীতি করি নাই। অনেকটা দলের প্রয়োজনেই কাজ শুরু করি। একপর্যায়ে ২০১৬ সালে জেলা পরিষদের সদস্য পদে বুড়িচং-ব্রাহ্মনপাড়া আসন থেকে আ’লীগের  মনোনয়ন নিয়ে অংশগ্রহন করে জয়লাভ করেন। এরপর এই দুটি উপজেলার প্রায় দু’শতাধিক মসজিদ, মাদ্রাসা,অসংখ্য কবরস্থান,রাস্তা-ঘাট জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন,সংস্কার করেছেন। আর এসব কাজ তিনি মতিন খসরু’র সম্মতিতেই করেছেন বলে জানান। এছাড়াও সামাজিক আচার-বিচার,দেন-দরবারসহ নানা সমস্যা সমাধানে সামাজিক অবস্থানে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বুড়িচং-ব্রাহ্মনপাড়ায় সুখ্যাতি অর্জন করেছেন। তিনি একজন শিক্ষানুরাগী হিসেবেও ভূমিকা রেখে চলছেন। এরই মাঝে তারেক হায়দার ময়নামতির হরিনধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,ময়নামতি স্কুল এন্ড কলেজের গভর্নিং বড়ির সদস্য,নিমসার জুনাব আলী বিশ্ববিদ্যালয় কলেজের একক হিতৌষি সদস্য পদে দায়িত্ব পালন করেছেন।