Published : Sunday, 25 April, 2021 at 9:32 PM, Update: 25.04.2021 11:01:40 PM
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে কুমিল্লায় আরও এক মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগকে কটাক্ষ করে বক্তব্যের অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আতিকুর রহমান হেলাল বাদী হয়ে রবিবার (২৫ এপ্রিল) মুরাদনগর থানায় মামালটি দায়ের করেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আতিকুর রহমান হেলাল মামলায় উল্লখ করেন, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে সাবেক ঢাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন “আওয়ামী লীগ যারা করে তারা প্রকৃত মুসলমান নয় কাফের, তাদের ঈমান নেই। ঘুষ খায়, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে আবার নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করে।-তার এমন বক্তব্যে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য তিনি উসকানিমূলক এমন আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। এরই প্রতিবাদের অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী হিসেবে ভিপি নুরের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অভিযোগটি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।