ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতিহিংসাপরায়ণ নয় এমন একজনকেই বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় দরকার-এএসএম আলাউদ্দিন ভূইয়া
Published : Monday, 26 April, 2021 at 12:38 AM
প্রতিহিংসাপরায়ণ নয় এমন একজনকেই বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় দরকার-এএসএম আলাউদ্দিন ভূইয়াস্টাফ রিপোর্টার।। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ এস এম আলাউদ্দিন ভূইয়া বলেছেন- ‘প্রতিহিংসাপরায়ণ নয়, এমন একজন ব্যক্তিকেই বুড়িচং-বাহ্মণপাড়াবাসীর প্রয়োজন। কুমিল্লা-৫ আসনের সদ্যপ্রয়াত দুই নেতাকে স্মরণ করে তিনি বলেন, আবদুল মতিন খসরু এবং অধ্যাপক মো. ইউনুস দু’জনই অত্যন্ত স্বজ্জন মানুষ ছিলেন। তারা প্রতিহিংসায় বিশ্বাস করতেন না। দীর্ঘদিন তারা বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন, দুই উপজেলার উন্নয়নে কাজ করেছেন। আমি তাদের সাথে রাজনীতি করেছি, দুইবার বিএনপির মনোনয়নে সংসদ নির্বাচনে অংশ নিয়েছি।’
তিনি বলেন, ‘তাদের দুইজনের মৃত্যুর পর বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসী অভিভাবক শূন্য হয়ে পড়েছেন। তাদের শূন্যতা পূরণে এ আসনে একজন সৎ ও যোগ্য ব্যক্তির প্রয়োজন। যে কি না দল মতের ঊর্ধ্বে উঠে দুই উপজেলার মানুষের কল্যাণে কাজ করবেন। সুখে-দু:খে তাদের পাশে থাকবেন।’
আসন্ন উপ নির্বাচনে নিজের প্রার্থীতার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনো দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমি কুমিল্লা-৫ আসনের সর্বস্তরের মানুষের পাশে আছি, ছিলাম এবং থাকবো। এর আগে দুটি সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। দুই উপজেলার মানুষের ভালোবাসা পেয়েছি। তারা এখনো আমাকে ভালোবাসে। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ যদি আমাকে চায়, আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাববো- তাদের চাওয়া-পাওয়ার মূল্যায়ন করবো। তবে আমি চাই, এ আসনে একজন যোগ্য ব্যক্তি নির্বাচিত হোক। যিনি মানুষের অধিকারের বিষয়টি মহান সংসদে তুলে ধরবেন।’
আসন্ন উপ নির্বাচনকে ঘিরে কুমিল্লা-৫ আসনে এতোসংখ্যক প্রার্থীর প্রচার প্রচারণা দেখে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘তারা এতোদিন কোথায় ছিলেন। খসরু ভাই, ইউনুস ভাই বেঁচে থাকতে তো তাদের মাঠে দেখিনি। অথচ তাদের মৃত্যুর শোক কাটিয়ে উঠার আগেই তারা নিজেদের প্রার্থীতা জাহির করতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার চাওয়া একজন সৎ, যোগ্য ও মেধাবী নেতা বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অভিভাবকত্ব করুক।