আব্দুল মতিন খসরু আগামী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে -সেলিনা আব্দুস সোবহান খসরু
Published : Monday, 26 April, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন,বুড়িচং ||
সদ্য প্রয়াত সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর সহধর্মিণী সেলিনা আবদুল সোবহান খসরু বলেছেন, আমার স্বামী আব্দুল মতিন খসরু সারা বাংলাদেশের জন্য তিনি এক অন্যন্য দৃষ্টান্ত। আব্দুল মতিন খসরু আগামী প্রজন্মের জন্য উদারণ হয়ে থাকবে। তিনি একজন উচুমানের ভালো লোক ছিলেন। তিনি তার এলাকাবাসী সহ দেশবাসীকে ভালবাসতেন। তিনি প্রমাণ করে গেছেন প্রকৃত জনদরদী ভালমানের নেতা ছিলেন। রোববার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মরহুম সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সুপ্রীম কোর্টের নবনির্বাচিত বার এসোসিয়েশন এর সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর স্মরণ সভা, ইফতার, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কথা বলেন।
অপরদিকে মেহমান হিসেবে বক্তব্য রাখেন আবদুল মতিন খসরুর পুত্র আব্দুল মোমেন ওয়াশেফ। তিনি বলেন, আমার বাবা রাজনীতি করতে গিয়ে তার সন্তানদের কথা ভুলে যেতেন। আমরা কে কোন ক্লাশে পড়তাম তিনি তা জানতেন না। আমাদের দায়িত্ব ছিল মায়ের উপর। মা আমদের কে বাবার অভাব পুরন করেছেন। বাবা দেশবাসী এলাকার সর্বস্তরের জনগণকে সময় দিতে গিয়ে আমাদের কে ভুলে যেতেন। আমার বাবা সত্যিকারের ভালো আদর্শবান, সৎ লোক ছিলেন। তার জন্য সকলে দোয়া করবেন।
আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আখলাক হায়দার এবং পরিচালনা করেন উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক শওকত উসমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের সহোদর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফেরদৌস, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও শরীফ মাহমুদ অপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, হাজী মোঃ আবু তাহের, আবুল হাসেম মেম্বার, আব্দুস সালাম চেয়ারম্যান, অধ্যাপক আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, মরহুমের এপিএস মোঃ মাহাবুবুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সভাপতি আবু তৈয়ব অপি।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, আব্দুর রহমান রব চেয়ারম্যান, মোঃ গোলাম মোস্তফা, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খন্দকার, বীর মুক্তিযোদ্ধা ময়নাল হোসেন ফকির, উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম সাদকপুর, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, ভারেল্লা উত্তর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আলিফ রায়হান হামিদ,মোঃ মোর্শেদ আলম মেম্বার, বাকশীমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, হাজী মোঃ জালাল উদ্দীন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাদা আহামেদ রনি, সেক্রেটারি বাদশা নাসির উদ্দিন ভূইয়া, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দীন, ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লেলিন পিপু, সেক্রেটারি মোঃ জাহিদ হাসান প্রমুখ। এসময় বিভাগীয় বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।