ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিডিএস কোর্সের ভর্তির পরীক্ষার তারিখ পরিবর্তন
Published : Monday, 26 April, 2021 at 12:00 AM
২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষারে তারিখ পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
রবিবার ( ২৫ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে আগামী ৩০ এপ্রিলের পরিবর্তে আগামী ১১ জুন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।