ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ধানের দাম এক হাজার ৫০০ টাকা মণ নির্ধারণের দাবি ন্যাপের
Published : Monday, 26 April, 2021 at 5:36 PM
ধানের দাম এক হাজার ৫০০ টাকা মণ নির্ধারণের দাবি ন্যাপেরকৃষকের স্বার্থ রক্ষায় বোরো ধানের দাম মণপ্রতি এক হাজার ৫০০ টাকা নির্ধারণ এবং প্রতি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্রের মাধ্যমে কৃষকের কাছ থেকে সরাসরি কমপক্ষে ৭০ লাখ টন ধান সরকারিভাবে ক্রয় করার দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। সোমবার (২৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ দাবি জানান।

তারা বলেন, ‘দেশের হাওর অঞ্চলে বোরো ধান কাটা শুরু হলেও সরকার এখন পর্যন্ত ধান ক্রয়ের জন্য মূল্য নির্ধারণ করেনি; যা দুঃখজনক। ধানের মূল্য নির্ধারণ না করলে কৃষকরা প্রতিনিয়ত প্রতারিত হয়, যার ফলশ্রুতিতে তাদের কৃষি কাজে টিকে থাকা দুরহ হয়ে পড়বে। ধানের উৎপাদন খরচের সঙ্গে ৪০ শতাংশ মূল্য সংযোজন করলে ধানের মূল্য এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা প্রয়োজন।’