ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশে রেকর্ড ১৩৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
Published : Monday, 26 April, 2021 at 6:49 PM
দেশে রেকর্ড ১৩৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনদেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে।

রোববার রাত ৯টায় এযাবতকালের সর্বোচ্চ ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী।

এর আগে দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল গত ১৫ এপ্রিল।

গরমের সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরেই ১৩ হাজার মেগাওয়াটের ওপরে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে পিডিবির একজন কর্মকর্তা জানিয়েছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় গত ১১ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকহারে বেড়েছে।

২০০৯ সালের শুরুতে দেশের বিদ্যুতের মোট গ্রাহক ছিল এক কোটি আট লাখ। গত মার্চে তা দাঁড়িয়েছে তিন কোটি ৯৮ লাখে। এ সময় দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে ৯৯ শতাংশে পৌঁছেছে।

পিডিবির হিসাবে, গত ১১ বছরের ১২৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র হয়েছে, যার ফলে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার মেগাওয়াটে।

এসময়ে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ২৯২ শতাংশ বেড়ে ৫১২ কিলোওয়াট ঘণ্টা হয়েছে।