নাঙ্গলকোটে খালের মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদালত
Published : Tuesday, 27 April, 2021 at 12:00 AM
বারী উদ্দিন আহেমদ বাবর॥ কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে সরকারি খালের পাড়ের মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।
অন্যদিকে ট্রাক্টর দিয়ে মাটি পারাপারের দায়ে শ্রমিক সর্দারের ৫শ টাকা অর্থদন্ড করা হয়। সোমবার উপজেলার মৌকরা ইউনিয়নের করাকোট গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ মোতাবেক নিয়মিত অভিযান পরিচালনা করছি। যেখানে শুনতে পাই খালের মাটি বা ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করা হচ্ছে সেখানে গিয়ে তড়িৎ গতিতে ব্যবস্থা নিচ্ছি। এ অভিযান জনস্বার্তে সবসময় অব্যহত থাকবে।