ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রমজান মাসে ছোট আমলের বড় পুরস্কার
Published : Tuesday, 27 April, 2021 at 12:00 AM
রমজান মাসে ছোট আমলের বড় পুরস্কাররমজান মাস সম্পর্কে রাসুল (স:) এরশাদ ফরমান, রমজানের প্রতিদিনও প্রতিরাতে প্রত্যেক মুসলমানের একটি করে দোয়া অবশ্যই কবুল হবে। শরীয়তের যত জায়গায় দোয়া কবুল হওয়ার কথা রয়েছে তার মধ্যে একমাত্র রমজান মাস সম্পর্কে পাওয়া যায়, সেখানে নিশ্চয়তা জ্ঞাপন করে বলা হয়েছে যে, সাধারনভাবে তো সব দোয়া কবুল হবেই। একটা দোয়া আবশ্যই কবুল হবে। ওলামায়ে কেরামগন বলেছেন। যত জায়গায় এরকম আছে যেখানে দুয়া কবুল হওয়ার নিশ্চয়তা পাওয়া যায় সেখানে আমরা কি দোয়া করব। অনেক ওলামায়ে কেরাম বলেছেন, সেখানে মাগফিরাতের জন্য দোয়া চাইব আল্লাহ যেন ক্ষমা করেদেন। কারণ আল্লাহর নিকট মানুষের চাওয়ার মধ্যে, পাওয়ার মধ্যে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হল ক্ষমা চাওয়া ও ক্ষমা পাওয়া। পবিত্র রমজান মাসে আল্লাহপাক ছোট ছোট আমলের অনেক বড় বড় পুরস্কার রেখেছেন, এমাসে ছোট ছোট আমল করে অল্প অল্প আমল করে অনেক ফজিলত অর্জন করা যায়। প্রিয় নবী (স:) এরশাদ ফরমান, যে ব্যক্তি রমজান মাসে তার চাকর চাকরাণীদের কাজের বোঝা হালকা করে তাদের কষ্ট থেকে মুক্তি দিবে, আল্লাহপাক তাকে ক্ষমা করে দিবেন অর্থাৎ তাহার গোনাহ মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহপাকের বান্দা বান্দিদের সাথে আমরা যেমন আচরন করব আল্লাহপাক ও আমাদের সাথে তেমন আচরন করবেন।