ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাষানটেক এলাকার মসজিদের খতিব গ্রেফতার
Published : Tuesday, 27 April, 2021 at 1:34 PM
ভাষানটেক এলাকার মসজিদের খতিব গ্রেফতাররাজধানীর ভাষানটেক এলাকার একটি জামে মসজিদের খতিবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার রাতে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নুরুল ইসলাম নোমানিকে হেফাজতের নেতা বলে দাবি করছে পুলিশ। তবে তিনি সংগঠনটির কেন্দ্রীয় না ঢাকা মহানগরের নেতা সে বিষয়ে এখনও জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান রিপন গণমাধ্যমকে বলেন, নুরুল ইসলাম ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনার ও সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে সহিংস বিক্ষোভের ঘটনার মতিঝিল থানার মামলার আসামি।

তিনি বলেন, তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নুরুল ইসলাম হেফাজত ইসলামের কেন্দ্রীয় না ঢাকা মহানগরের নেতা সে বিষয়েও জানা হচ্ছে।