ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুড়িগ্রামে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় শ্রমিক নিহত
Published : Tuesday, 27 April, 2021 at 2:07 PM
কুড়িগ্রামে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় শ্রমিক নিহতকুড়িগ্রাম পৌরসভা এলাকায় একটি বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের সাটার খোলার পর বিষক্রিয়ায় রতন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের লোকজন ওই শ্রমিককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 নিহত রতন উপজেলার বেলগাছা ইউনিয়নের আত্মারাম গ্রামের মোকছেদ আলীর ছেলে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া গ্রামের মামুনের বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের সাটার খুলে নিচে নামতে গিয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শ্রমিক রতন লুটিয়ে পড়েন।

তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার।