
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর (মিরকিল্লা পাড়া) গ্রামে পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর রাতে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে জান্নাতুল ফেরদৌসী (৩০) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, নিহত জান্নাতুল ফেরদৌসী (৩০) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামের মৃত সেকান্দর আলীর মেয়ে। গত ৬ বছর পূর্বে একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা দুলালপুর (মিরকিল্লা পাড়া) গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জামির হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পরে তাদের দাম্পত্য
জীবনে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তারা স্বামী ও স্ত্রী মধ্যে প্রায় বাকবিতন্ডা হত। এরই সূত্রে ধরে গতকাল মঙ্গলবার ভোর রাতে জান্নাতুল ফেরদৌসী তার বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই মনিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
এব্যাপারে নিহত গৃহবধুর ভাই মোঃ আমির হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।