ইব্রা-লুকাকুকে জরিমানা
Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM
মাঠে
অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে এসি মিলান স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ ও
ইন্টার মিলান ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে জরিমানা করা হয়েছে।
গত
জানুয়ারিতে হওয়া ইতালিয়ান কাপের ম্যাচের সেই ঘটনার তদন্ত শেষে সোমবার
ইব্রাহিমোভিচকে চার হাজার ইউরো ও লুকাকুকে তিন হাজার ইউরো জরিমানা করা হয়।
শাস্তি দেওয়া হয়েছে দল দুটিকেও; এসি মিলানকে দুই হাজার ইউরো ও ইন্টারকে এক
হাজার ২৫০ ইউরো জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
মিলানের সান
সিরোয় গত ২৬ জানুয়ারি ইতালিয়ান কাপের শেষ আটের সেই ম্যাচে ২-১ গোলে জেতে
ইন্টার। বিরতির ঠিক আগে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন ম্যানচেস্টার
ইউনাইটেডের এক সময়ের দুই সতীর্থ ইব্রাহিমোভিচ ও লুকাকু। দুজনকেই হলুদ কার্ড
দেখিয়ে সতর্ক করেন রেফারি। বিরতিতে মাঠ ছাড়ার সময় পরিস্থিতি আবারও উত্তপ্ত
হয়ে পড়েছিল।
দুই খেলোয়াড়কেই শাস্তি দেওয়া হয় ‘উস্কানিমূলক বাক্য
ব্যবহার ও অখেলোয়াড়সুলভ আচরণে’র অভিযোগে। তাদের অপরাধের দায় দলের ওপরেও
বর্তায় বলে জরিমানা গুনতে হয়েছে তাদের নিজ নিজ কাবকেও।