সাগর থেকে উদ্ধার ৩০ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে
Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM
কক্সবাজারে টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ভাসতে থাকা ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শিশুসহ উদ্ধার এসব রোহিঙ্গাকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের মাধ্যমে ভাসানচরে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল সমুদ্র সৈকত এলাকা থেকে মাছ ধরার ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার করা রোহিঙ্গারা হলেন– জায়নুব, মো. সালমান, ইসমত আরা, নুরকলিমা, হাসিনা, রাশেদা, আসমা, ছোনোয়ারা, রাবেয়া, রমজানা, দিন খায়াজ, রাইজু, নুর চাদেকা, মোশারফা, রফিকা, নুর ফাতেমা, রোকিয়া বেগম, তসলিমা, ইয়াসমিন, তাসলিমা, মো. হাফসা, আরকান বিবি, চোমুদা খাতুন, সুমাইরা, মো. জমির, আবুল ফোয়েজ, মোস্তেফা, রাসেল, ইউনুস, রায়হান। তারা সবাই উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদের পাঁচ জন শিশু, পাঁচ পুরুষ, বাকিরা নারী।
এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আমিরুল হক জানান, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ট্রলারটি টেকনাফ সৈকত আসে। সেখান থেকে শিশুসহ ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের কর্মকর্তাদের সম্মতিক্রমে তাদের একটি বাসে করে আজকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। বুধবার সকালে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে পাঠানো হবে।
তিনি আরও জানান, রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়ে। সে সময় ডাকাতরা তাদের মালপত্র লুট করে ট্রলারের ইঞ্জিন নষ্ট করে দেয়। পরে তারা ভেসে কূলে ভিড়লে তাদের উদ্ধার করা হয়। এ বিষয়ে ত্রাণ ও শরনার্থী প্রত্যাবাসন কার্যালয়ের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌওলনা আজিজ উদ্দিন জানান, তার এলাকা থেকে ট্রলারসহ ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় ব্যর্থ হওয়ায় তারা ধরা পড়েছে।
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, উদ্ধার রোহিঙ্গাদের যৌথভাবে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের সোপর্দ করার প্রস্তুতি চলছে। পরে তাদের সেখান থেকে তাদের ভাসানচরে পাঠিয়ে দেওয়া হবে।
তবে এ বিষয়ে জানার জন্য কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের কর্মকর্তাদের ফোন করে পাওয়া যায়নি।
এর আগে দুই মাস সাগরে ভেসে থাকার পর গত বছরের ১৫ এপ্রিল রাতে থাইল্যান্ড, মালয়েশিয়া ও মিয়ানমারে প্রবেশে ব্যর্থ হয়ে টেকনাফ বাহারছড়া ইউনিয়নে জাহাজপুরা ঘাট থেকে ৪০০ রোহিঙ্গাকে উদ্ধার করেছিলেন কোস্টগার্ডের সদস্যরা।