ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউনে কর্মহীনদের পাশে জয়নাল আবেদীন
Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
লকডাউনে কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন এর  পূর্ণমতি গ্রামের ৫৭০ টি কর্মহীন পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন বুড়িচং উপজেলা আওমীলীগ এর সদস্য, পূর্ণমতি এম এ উচ্চ বিদ্যালয়ের ৩ বারের সফল সভাপতি, ঐতিহ্যবাহী দরিয়ার পাড় ইদগাহ  কবরস্থানের আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার  জয়নাল আবেদীন।
চাল, ডাল, চিনি ,ব্টু?, আলু, খেজুর, পেয়াজ, মুড়ি, লবণ ও সেমাই নিয়ে মোট ১০ টি আইটেমের সমন্বয়ে প্রতি বস্তায় ২৫ কেজি ওজনের খাদ্য সামগ্রী ছিল। এবার ১৯ এপ্রিল ২০২১ থেকে ২৫ এপ্রিল পযর্ন্ত স্বাস্থ্যবিধি মেনে খাদ?্যসামগ্রী বিতরণ করা হয়। গত বছরের মার্চ-এপ্রিল মাসে (২০২০ সালের) তখন করোনার কারণে লকডাউন ঘোষণা করা হয় তখনও আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে আসেন এবং তা কয়েক দফায় বিতরণ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন বলেন, লকডাউনের সময় আমাদের এলাকাযর কর্মহীন মানুষ যাতে খাদ্যের কষ্ট না পায় সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি। যতদিন বাঁচবো সবসময়ই মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করবো। বিশেষ করে স্কুলগামী ছেলে মেয়েরা যেন টাকার অভাবে ঝরে না যায় সেজন্য আমার পিতার নামে প্রতিষ্ঠিত হাজী ফজর আলী শিক্ষা বৃত্তি প্রকল্পের মধ্য দিয়ে  গত ৫ বছর যাবত দরিদ্র শিক্ষার্থীদের খাতা, কলম, বই, স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ দিয়ে আসছি। এলাকার মানুষও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জয়নাল আবেদিনের মনবতার সেবায় এগিয়ে  আসা নিয়ে অনেক খুশি এবং ৫৭০ টি পরিবার এসময় খাদ্য সামগ্রী পেয়ে আলহাজ্ব জনাল আবেদিনের জন্য দোয়া করেছে।