লাকসাম-মনোহরগঞ্জে অসহায় মানুষের পাশে ‘আজকের জীবন ফাউন্ডেশন’
Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ||
কুমিল্লার
লাকসাম-মনোহরগঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা রাখছে
‘আজকের জীবন ফাউন্ডেশন’। সম্প্রতি এ দুই উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র
মানুষকে আজকের জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান
করা হয়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ঢাকার জাতীয় হার্ট ইনিস্টিউট হাসপাতালে
চিকিৎসাধীন মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ গ্রামের হতদরিদ্র
আলমগীর হোসেনের অসুস্থ স্ত্রী খোদেজা বেগমকে দেখতে যান আজকের জীবন
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান। এসময় তিনি খাদেজা বেগমের
চিকিৎসার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং
সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
এর আগে ২৬ এপ্রিল
লাকসাম মামীশ্বর আশ্রাফুল উলুম ইসলামীয়া এতিমখানার শিক্ষার্থীদের জন্য
আজকের জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুইটি বৈদ্যুতিক পাখা প্রদান করা হয়। ২০
এপ্রিল লাকসাম পৌর এলাকার বাতাখালী গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত আলমগীর
হোসেনের পাশে দাঁড়ায় ‘আজকের জীবন ফাউন্ডেশন’। এছাড়াও চলমান করোনাকালে
লাকসাম-মনোহরগঞ্জের বিভিন্ন এলাকার কয়েক শত হতদরিদ্র পরিবারকে আজকের জীবন
ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।