ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM
আজ জাতীয় আইনগত সহায়তা দিবস। দেশের আপামর জনসাধারণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে সচেতন করতে ২৮ শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আর্থিকভাবে অস্বচ্ছল , সহায়সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠিকে আইনগত সহায়তা প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০০ সালে ‘‘আইনগত সহায়তা প্রদান আইন,২০০০’’ প্রণয়ন করেন। এই আইনের আওতায় সরকার ‘‘জাতীয় আইনগত সহায়তা প্রদান  সংস্থা’’ প্রতিষ্ঠা করেছে এবং দরিদ্র অসহায় মানুষের আইনের আশ্রয় ও বিচার ব্যবস্থায় প্রবেশেধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে এ সংস্থার অধীনে প্রত্যেক জেলার জজ কোর্ট প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে। জেলা লিগ্যাল এইড অফিসে সরকার সিনিয়র সহকারী জজ পদমর্যদার একজন বিচারককে ‘‘ জেলা লিগ্যাল এইড অফিসার’’ হিসেবে পদায়ন করেছে। দেশের সর্বোচ্চ আদালতে সরকারি আইনি সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস।
এই কার্যক্রমের আওতায় আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠি  সরকারি খরচে মামলা পরিচালনার ব্যবস্থা করতে পারবে।  এ ছাড়া বাংলাদেশের সকল নাগিরক জেলা লিগ্যাল এইড অফিস হতে বিনামূল্যে আইনগত পরামর্শ এবং আপোষ যোগ্য বিরোধ একজন বিচারকের মধ্যস্থতায় মামলা চলাকালীন সময়ে অথবা মামলার পূর্বে  বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থাতার মাধ্যমে নিষ্পত্তি করার ব্যবস্থা করা হয়েছে।
২০১৩ সালে ২৮ শে এপ্রিলকে ‘‘জাতীয় আইনগত সহায়তা দিবস’’ হিসেবে ঘোষণা  করা হয়।  ২০১৩ সাল থেকেই  প্রতিবছর জাতীয় ও জেলা পর্যায়ে  নানাবিধ কর্মসূচীর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হলেও  করোনা মহামারীর কারণে সরাকারি সিদ্ধান্ত অনুযায়ী  ২০২০ সাল ও  ২০২১ সালে দিবসটি পালন করা হচ্ছেনা। তবে তাই বলে থেমে নেই আইনি সেবা। লকডাউনের মধ্যেও অসহায় কারাবন্দীদেরকে আইনজীবী নিয়োগের মাধ্যমে জামিন শুনানীর ব্যবস্থা করছে লিগ্যাল এইড অফিসসমূহ। এছাড়া জাতীয় হেল্প লাইন ১৬৪৩০ এবং জেলা পর্যায় সকল হটলাইন নাম্বারের মাধ্যমে দেওয়া হচ্ছে আইনি পরামর্শ।
২০২০ সাল থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত কুমিল্লায় মহামাকারী চলাকালীন সময়ে ১০৪৭ জন ব্যাক্তি আইনি পরামর্শ গ্রহণ করেছেন, ১০০৬ জন অসহায় বিচারপ্রার্থীদের পক্ষে আইনজীবি নিয়োগ করা হয়েছে, ৫২২ টি বিরোধ বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য গ্রহণ করা হয়েছে যার মধ্যে ৪৫৪ টি বিরোধ  নিষ্পত্তি করা হয়েছে, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে= ১০৬৮৪৪০২ (এক কোটি ছয় লক্ষ চুরাশি হাজার চারশত দুই টাকা ) ক্ষতিগ্রস্থ পক্ষদেও আদায় করে দেওয়া হয়েছে।  অর্থ আদায়=   ( টাকা
২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত  কুমিল্লায় ৩৯৭৭  আইনি পরামর্শ গ্রহণ করেছেন ৬৫৩১ জন বিচারপ্রার্থীদের পক্ষে আইনজীবি নিয়োগ করা হয়েছে এবং ১৬৪৭ টি বিরোধ বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য গ্রহণ করা হয়েছে যার মধ্যে ১৩২২ টি বিরোধ  নিষ্পত্তি করা হয়েছে,  বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থতার মাধ্যমে = ২৯১৫০১৭৭.০০ (দুই কোটি একানব্বই লক্ষ পঞ্চাশ হাজার একশত সাতাত্তর টাকা)  ক্ষতিগ্রস্থ পক্ষদের আদায় করে দেওয়া হয়ে।  আইনী পরামর্শ পেতে যোগাযোগ করুন = ০১৭০১২৬৭৩৮২