ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আগুন পুড়লো নৈশ প্রহরীর ঘর-বাড়ি
Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর:
নৈশ প্রহরী সুজন মিয়া। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা ঊষা জুট মিলে চাকুরী করে মাস শেষে যা পেয়েছেন, তা দিয়ে পরিবার পরিজন নিয়ে কোন রকমে জীবিকা নির্বাহ করছেন। সারা রাত অন্যের প্রতিষ্ঠানে জেগে পাহারা দিয়ে সকালে কান্ত শরীরে এসে নিজ গৃহে ঘুমিয়ে কান্তি দূর করতেন। বিধিবাম! তার ওই আরামের ঘুমের ব্যবস্থাটুকুও যেন কেড়ে নিয়েছে। গ্রীষ্মের খড়পাতের মধ্যে রান্না ঘরের আগুন পুড়িয়ে দিয়েছে তার সব স্বপ্ন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে আগুন পুড়ে ভষ্মিভূত হয়েছে একটি রান্না ঘর সহ বসত ঘরটি। নৈশ প্রহরী সুজন মিয়া (৩৫) কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
পিতৃহীন পরিবারের ৩ ভাই ও ১ বোনের মধ্যে সবার বড় সুজন। ৪ বছর আগে বিয়ে করে ২সন্তানের জনক সুজনের এখন খোলা আকাশের নিচে অবস্থান।
তিনি জানান- বিকেলে ইফতার তৈরির সময় রান্না ঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরসহ বসত ঘরে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আমার সব পুড়ে ছাঁই হয়ে যায়। ঘরের একটি আসবাবপত্রও বাহির করতে পারিনি। অনেক কষ্ট করে ঘর নির্মাণ করে ঘরে ফ্রিজ, ফ্যানসহ অনেক আসবাবপত্র কিনেছি। মুহুর্তের মধ্যেই আমার সব শেষ হয়ে গেছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান- আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে না গেলে ঘনবসতিপূর্ণ ওই এলাকার আরও অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ছিল।