ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রথম টেস্টে পাকিস্তান দলে নতুন মুখ ১ জিম্বাবুয়ে ৩
Published : Thursday, 29 April, 2021 at 2:54 PM
প্রথম টেস্টে পাকিস্তান দলে নতুন মুখ ১ জিম্বাবুয়ে ৩শ্রীলংকার পাল্লেকেলেতে যখন দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ, তখন জিম্বাবুয়েতে টেস্টের লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান।

উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ হারলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বেশ চাঙ্গা দুর্বল জিম্বাবুয়ে।
 
হারারে স্পোর্টস ক্লাবে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে টেস্ট দিয়ে পাকিস্তান দলে অভিষেক ঘটতে যাচ্ছে সাজিদ খানের। পাকিস্তানের ২৪৪তম খেলোয়াড় হিসেবে টেস্ট খেলতে নামবেন তিনি।

এদিকে প্রথম টেস্টের জন্য তিনজন খেলোয়াড়ের অভিষেক করিয়েছে জিম্বাবুয়ে। টেস্ট ক্যাপ পাচ্ছেন রিচার্ড এনগারাভা, মিল্টন শুমবা ও রয় কাইয়া।  তবে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেও টেস্ট ক্যাপ পাননি লুক জঙ্গি।

অন্যদিকে আম্পায়ারিংয়ে ইতিহাস গড়তে চলেছেন ল্যাংটন রুসের।  বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন দক্ষিণ আফ্রিকান মারাইস এরাসমাস।

একনজরে দুই দলের টেস্ট একাদশ


জিম্বাবুয়ে একাদশ:

 প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, তারিসাই মুসাকান্দা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), মিল্টন শুমবা, রয় কাইয়া, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, টেন্ডাই চিসোরো, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।

পাকিস্তান একাদশ:

ইমরান বাট, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নোমান আলি, হাসান আলি, সাজিদ খান এবং শাহিন শাহ আফ্রিদি।