ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২৭ রমজানের মধ্যে বেতন-বোনাস দেওয়ার নির্দেশ
Published : Thursday, 29 April, 2021 at 8:48 PM
২৭ রমজানের মধ্যে বেতন-বোনাস দেওয়ার নির্দেশশ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আগামী ১০ মের (২৭ রমজান) মধ্যে তৈরি পোশাকসহ দেশের সব খাতের শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এপ্রিল ছাড়াও এর আগের কোনো মাসের বেতন বকেয়া থাকলে, তাও আলোচ্য সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ত্রিপক্ষীয় কমিটির সভায় এ নির্দেশনা দেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতিতে মালিকপক্ষ সংকটে রয়েছেন। ফলে কারো কারো সমস্যা হতে পারে। কিন্তু যত সমস্যাই হোক, বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কীভাবে দেবে, সেটা মালিক বুঝবে।