ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Published : Thursday, 29 April, 2021 at 8:51 PM
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুবরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের সুমন মীরের ১০ মাস বয়সী কন্যা মরিয়ম এবং কৃষ্ণকাঠি গ্রামের জামাল হাওলাদারের দুই বছর বয়সী ছেলে মাহিদ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সবার অগোচরে মরিয়ম হামাগুড়ি দিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। দুপুরে একই উপজেলার কৃষ্ণকাঠি গ্রামে পরিবারের সবার অজান্তে দুই বছরের শিশু মাহিদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইসলাম ও জেরিন তাদের মৃত ঘোষণা করেন।