ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে মাসিক আইনশৃংখলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
Published : Friday, 30 April, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃংখলা ও উন্নয়ন সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, ওসি মো. আরিফুর রহমান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ দেবিদ্বার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মৃনাল কান্তি চৌধুরী, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবীর, দেবিদ্বার উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল হাকিম লিটন, দেবিদ্বার পৌর সচিব মোঃ ফখরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আলী জিন্নাহ, ইউছুফপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী, বরকামতা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা অর্জিন চাকমা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন। উক্ত সভায় চুরি, ডাকাতী, ছিন্তাই, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধসহ দেবিদ্বারের আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও স্বাস্থ্যবিধি মেনে করোনা ২য় ধাপ মোকাবেলায় সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।