দেবিদ্বারে জাতীয় পুষ্টি সপ্তাহে উপলক্ষে পুষ্টিকর খাদ্য বিতরণ
Published : Friday, 30 April, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অসহায়, দুস্থ দরিদ্র মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুষ্টিকর খাবার বিতরণ করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালম আজাদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহমেদ কবীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, আরওএমও ডা. মুঞ্জুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার এ সংকট মুহুর্তে প্রায় ৬০জন অসহায় মানুষের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। পুষ্টিকর খাদ্যের তালিকায় ছিল আলু, উন্নত চাল, ডাল, তেল, ছোলা, আয়োডিনযুক্ত লবন ও পেয়াজ ইত্যাদি।