কলেজছাত্রী মুনিয়ার মৃত্যু ন্যাপ কমিউনিস্ট ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনীর নিন্দা
Published : Friday, 30 April, 2021 at 12:00 AM
কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাপ কমিউনিস্ট ছাত্র ইউনিয়ন যৌথ গেরিলা বাহিনী। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি করেন।
কলেজছাত্রী মুনিয়া কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার উজির দিঘির পাড়ের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মেয়ে। সে মিরপুর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিার্থী ছিলেন। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন।