ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে বিপুল পরিমাণ মাদকসহ চার কারবারি আটক
Published : Friday, 30 April, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা, ৯৮ বোতল ভারতীয় অবৈধ স্কাপ সিরাপ এবং ৯ হাজার ৯শত পিছ ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান বৃহস্পতিবার সকালে বুড়িচং থানার এস আই মোঃ মামুনুর রশীদ, এ এস আই অহিদ উল্লাহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়ন এর জরুইন অভিযান চালায়। এসময় একটি যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ ৯ হাজার ৯ পিছ আতশ বাজি উদ্ধার করে এবং দুই ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হল আদর্শ সদর উপজেলার ইটাল্লা (উত্তর বাড়ির) মৃত্যু আব্দুস সাত্তার এর ছেলে মোঃ মঞ্জিল (৩৮),একই উপজেলার পশ্চিম মাঝি গাছা গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ কাউসার আহাম্মদ (২৪)।
অপর দিকে দুপুর ১২ টায় বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ ডালিম মজুমদার, এ এস আই মোঃ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দণি ভারেল্লা ইউনিয়ন এর এদবারপুর -গোবিন্দ পুর গোমতী নদীর প্রতিরা বাঁধের পশ্চিম পাড় এলাকায় অবস্থান নেয়। এসময় দুই ব্যক্তির দেহ তল্লাশি করে এবং তাদের ব্যাগ থেকে ৮কেজি গাঁজা ৯৮ বোতল ভারতীয় অবৈধ স্কাপ সিরাপ উদ্ধার করে এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল
বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন এর জরুইন গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ কাউসার আহাম্মদ (২৪) একই এলাকার উত্তর পাড়ার ছাফর আলীর বাড়ির মোঃ রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম প্রকাশ তানভীর।
 (২৮)। উভয় ঘটনায় বুড়িচং থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করে হয়েছে। বৃহস্পতিবার বিকালে আটক মাদক কারবারিদের কুমিল্লা কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।