ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়
Published : Friday, 30 April, 2021 at 12:00 AM, Update: 30.04.2021 2:02:40 AM
রোজা ইসলামের একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়রোজা ইস: ৫ স্তম্ভের একটি নবী করিম (স:) এরশাদ ফরমান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোন কারণ ব্যাতীত রমজানের একটি রোজাও ভঙ্গ করবে সে রমজানের বাহিরে সারাজীবন রোজা রাখলে ও তার বদলা হবে না। হযরত আলী (রা:) সহ অন্যান্য সাহাবীদের অভিমত হল এই হাদিসের উপর ভিত্তি করে, যে ব্যক্তি বিনাকারনে রমজানের কোন একটি রোজা আদায় করল না, তার কাযা কিছুতেই হতে পারে না। যদিও সে সারা জীবন রোজা রাখতে থাকে। রোজা ইসলামের মৌলিক বিষয় সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম (স:) এরশাদ ফরমান ইসলামের বুনিয়াদ বা ভিত্তি পাঁচটি জিনিসের উপর। তাওহীদ ও রেসালাতকে স্বীকার করা, নামাজ, রোজা, যাকাত ও হজ্ব। বহু মুসলমান এমন আছে যারা আদম শুমারীতে মুসলমান হলেও ইসলামের কোন কিছু তাদের মধ্যে নেই, ইমলামের মূল ভিত্তি পাঁচটির মধ্যে হজ্ব এবং যাকাত সবার উপর ফরজ নয়। এই দুইটা আমল শারীরিক ও আর্থিক অবস্থার সাথে সম্পৃক্ত। কিন্তু ঈমান-নামাজ, রোজা এইগুলোর সাথে কোন রকম আর্থিক বিষয় জড়িত নয়। এই আমল ধনী গরিব সবার উপর সমভাবে ফরজ। সুতবাং রমজানের রোজার মত গুরুত্বপূর্ণ আমল যেন কোন অবহেলায় ছুটে না যায়, সে দিকে লক্ষ রাখতে হবে। মুসলিম সমাজে অনেক নামধারী মুসলিম আছে যারা রমজান মাসে রোজা তো-রাখেইনা উল্টা বিদ্রুপ করে যা কুফুরির শামিল। শরীয়তের প্রতিটি বিধান আমাকে পরিপূর্ণ ভাবে মানতে হবে। যদি কোথাও ভূলবশত: কমতি হয় তাহলে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু শরীয়তের ছোট্ট থেকে ছোট্ট কোন বিধানকে নিয়েও যদি উপহাস, ঠাট্টা করা হয় তাহলে কুফরে পৌঁছে যাবে অর্থাৎ তাকে কোন অবস্থায় ঈমানদার বলা যাবে না।