Published : Friday, 30 April, 2021 at 12:00 AM, Update: 30.04.2021 2:02:48 AM
মাসুদ
আলম।। কুমিল্লায় একদিনে আরও ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১১
হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে এই পর্যন্ত সুস্থ
হয়েছেন ৯ হাজার ৭৪৭ জন। এদিকে বৃহস্পতিবার কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে
কেউ মারা যায়ননি।
এসব তথ্য নিশ্চিত করে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়
সূত্রে জানা যায়, বুধবার ২৪ ঘন্টায় প্রাপ্ত ৩৭৩টি রিপোর্টের মধ্যে ৫৯ জনের
করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে কুমিল্লা সিটি
কর্পোরেশন এলাকায় ২১ জন। এছাড়া, কুমিল্লা আদর্শ সদর, চান্দিনা ও মেঘনায়
তিনজন করে, বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর, মনোহরগঞ্জ ও তিতাসে একজন করে,
ব্রাহ্মণপাড়ায় দুইজন করে, লাকসাম ও হোমনায় ছয়জন, বরুড়া ও দাউদকান্দি পাঁচজন
করে।
এদিকে কুমিল্লায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭১ জন।