ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনা সংকটে কেউ না খেয়ে থাকবে না
Published : Thursday, 6 May, 2021 at 12:00 AM, Update: 06.05.2021 1:37:34 AM
করোনা সংকটে কেউ না খেয়ে থাকবে নামাসুদ আলম।।
করোনাকালিন সময়ে সংকটে পড়া গণপরিহন শ্রমিকদের মাঝে কুমিল্লা জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। বুধবার (৫ মে) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টোডিয়ামে সামজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ব্যাটারি চালিত ও সিএনজি চালিত অটোরিকশা এবং বাসসহ বিভিন্ন পরিবহনের সাড়ে ৬শ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেয়া হয়। এছাড়াও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত উপহার হিসেবে খাদ্য সহায়তা ও নগদ আরও এক হাজার টাকা করে প্রদান করা হয়।    
শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, মহামারি করোনাভাইরাসে আর্থিক সংকটে পড়া কোন মানুষ না খেয়ে থাকবেন না। অসহায়, গবির ও শ্রমজীবীদের জন প্রধানমন্ত্রী জেলায় জেলায় উপহার হিসেবে খাদ্য সহায়তা পাঠিয়েছেন। আমরা সবাই মিলে দেশকে করোনা মুক্ত করতে চাই। দেশ করোনা মুক্ত হলে সুস্থ থাকতে পারবো। আপনারা পরিবহন শ্রমিক চাইলে যাত্রীদের মাঝে মাস্ক ব্যবহার ও পরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারবেন।
করোনা সংকটে কেউ না খেয়ে থাকবে নাঅনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক শাহদাত হোসেন।
এদিকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টোডিয়ামে আসা সিএনজি চালিত অটোরিকশা চালক মো. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। কুমিল্লার নগরীর দ্বিতীয় মুরাদপুরের বাসিন্দা খলিল কুমিল্লা বিবির বাজার রোডের সিএনজি চালক। অসুস্থতার কারণে দীর্ঘদিন গাড়ি চালাতে পারছেন না। করোনা তিনি আর্থিক সংকটে পড়েছেন। উপহার পেয়ে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন।
অন্যদিকে আরেক পরিবহন শ্রমিক মোহাম্মদ আবুল কামালও প্রধানমন্ত্রীর এই খাদ্য সহায়তার উপহার পেয়ে খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন।