ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাল কার্ডের ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারালো শেখ জামাল
Published : Friday, 7 May, 2021 at 12:00 AM
শুরুতে পিছিয়ে পড়েছিল শেখ জামাল। প্রথমার্ধে সমতা আনতে পারেনি দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাড়িয়েছে। উজ্জীবিত ফুটবল খেলে শেখ জামাল জিতে নিয়েছে ম্যাচ । দুই লাল কার্ডের ম্যাচে শফিকুল ইসলাম মানিকের দল ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম লেগেও শফিকুল ইসলাম মানিকের দল একই ব্যবধানে জিতেছিল।
১৪ ম্যাচে ৯ জয়ে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। তৃতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ২৯।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচের ৮ মিনিটে মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। সতীর্থের লং পাস ধরে বক্সে ঢুকে পড়েন সারোয়ার জামান নিপু, গোলকিপার জিয়াউর রহমান সামনে এসে দাঁড়ালে নিপু পাস বাড়ান ডান দিকে থাকা সোহেল রানার উদ্দেশে। ফাঁকা পোস্টে অনায়াসে ল্যভেদ করেন এই মিডফিল্ডার।
৩৫ মিনিটে ম্যাচে উত্তেজনা ছড়ায়। নিপুকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন শেখ জামালের ফয়সাল আহমেদ। আর ফয়সালকে অকারণে লাথি মেরে সরাসরি লালকার্ড দেখেন মুক্তিযোদ্ধা সংসদের মেহেদী হাসান উজ্জল। এরপরই দুই দলই ১০ জন নিয়ে খেলতে থাকে।
প্রথমার্ধের যোগ করা সময়ে শেখ জামালের গাম্বিয়ান স্ট্রাইকার ওমর জোবের আড়াআড়ি ক্রসে জাহিদ হোসেনের টোকা পোস্টে লেগে ফিরে আসলে ম্যাচে সমতা আনা যায়নি।
দ্বিতীয়ার্ধে অবশ্য শেখ জামাল উজ্জীবিত ফুটবল খেলে জয় পেয়েছে। ৫০ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ভালিজনভ ওতাবেকের ফ্রি কিক সরাসরি গোলকিপার মাহফুজ হাসান প্রীতমকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
ব্যবধান বাড়াতে সময় নেয়নি শেখ জামাল। ৬২ মিনিটে শাকিল আহমেদের বাঁকানো কর্নারে হেডে ল্যভেদ করেন গাম্বিয়ার ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহ। লিগে গাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোল হলো ৭টি।
এরপর দুইদল পাল্টাপাল্টি আক্রমণ করে খেললেও আর গোলের দেখা পায়নি। ম্যাচ শেষ হয়েছে ২-১ স্কোরলাইন এ।