ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাবেক আইনমন্ত্রী মতিন খসরু স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
Published : Friday, 7 May, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য,  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত প্রেসিডেন্ট কুমিল্লা-৫ সংসদীয় আসনের সাংসদ সদ্য প্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরু এমপি ও সাবেক এমপি প্রয়াত অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের স্মরণে গতকাল ৬ মে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরে কলেজে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহেরের সভাপতিত্বে ও প্রভাষক খলিলুর রহমান শুভর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সদ্য প্রয়াত মতিন খসরু এমপি'র সহধর্মিণী সেলিনা সোবহান খসরু।
এসময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাসেম খান, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মমিন ফেরদৌস,  ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ আপেলা রাজু নাহা, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমীন,  ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের অধ্যক্ষ নজরুল ইসলাম,  সাধারণ সম্পাদক আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার খান, মনিরুল হক, আবু তাহের কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম,  আবু তাহের কলেজের অধ্যক্ষ পিজিউল আলম, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, ব্রাহ্মণপাড়া সদরের ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, মাধবপুর ইউপি চেয়ারম্যান সুলতান আহমদ, সিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন মোহাম্মদ, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক শাহ আলম,  সাবেক ভিপি  মনির হোসেন চৌধুরী, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, মল্লিকা গ্রুপের পরিচালক সায়েব বাপ্পি, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল হাসান পলাশ, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  নাজমুল হাসান শরীফ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল চিশতী।