হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহুর শাহাদাত দিবস উপলক্ষে আলোচনা সভা
Published : Friday, 7 May, 2021 at 12:00 AM
মুসলিম জাহানের চতুর্থ খলিফা, মহান আহলে বাইতের অন্যতম সদস্য, শেরে খোদা হযরত আলী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এর শাহাদাত দিবস উপলক্ষে গত ২১ রমাদ্বান মঙ্গলবার রেজভীয়া দরগাহ্্ শরীফের পীর সাহেব ও বাংলাদেশ রেজভীয়া তা’লিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা মুফতী নাজিরুল আমিন রেজভী হানাফী ক্বাদেরী (মাঃজিঃআঃ) এর প্রতিষ্ঠিত কুমিল্লার চান্দিনা পৌরসভাধীন, ছায়কোট মাদরাসা-এ-নূরীয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ছায়কোট মাদরাসা-এ-নূরীয়া এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ রেজভীয়া তা’লিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভী।
বক্তব্য রাখেন রেজভীয়া দরগাহ্্ শরীফের খলিফা,আলহাজ¦ মুফতী এম.এ. মবিন আনোয়ারী রেজভী, বাংলাদেশ রেজভীয়া তা’লিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন এর চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ কাজী হুমায়ুন কবির আজাদী রেজভী, কুমিল্লা কালেক্টরেট জামে মসজিদের খতিব মুফতী আহমদ রেজা সোহাগ, বাংলাদেশ রেজভীয়া তা’লিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন এর চান্দিনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওঃ কাজী আঃ রশিদ রেজভী, মাওঃ মো: শাহ আলম রেজভী, ছায়কোট মাদরাসা-এ-নূরীয়া শিক্ষা বিষয়ক সমন্বয়ক মাওঃ আঃ হাকিম রেজভী, সদস্য সচিব মো: সালাহ উদ্দিন, অর্থ সচিব মাওঃ হুমায়ুন কবির রেজভী প্রমুখ। বক্তারা বলেন মহান আহলে বাইতের প্রতি মুহাব্বত এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের প্রাত্যাহিক জীবন পরিচালনা করা একান্ত কর্তব্য।
হযরত আলী এর শাহাদাত-মিলাদ কিয়াম শেষে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ এবং করোনা মহামারী হতে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।