Published : Friday, 7 May, 2021 at 12:00 AM, Update: 07.05.2021 12:50:47 AM
মহান আল্লাহতালা প্রতি বছরে দীর্ঘ একমাস তাঁর বান্দাদের রোজা ফরজ করেছেন। একমাস সিয়াম সাধনারপর রাসুল (স:) তাঁর উম্মতের উপর সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার অন্যতম একটি কারণ হলো পবিত্র ঈদের দিনে, সমাজের বিত্তশালীরা আনন্দের সাথে ঈদ করবে আর গরিব দু:খি মানুষগুলো অর্থ অভাবে সে আনন্দ থেকে বঞ্চিত থাকবে তা যেন না হয়। এমন বৈষম্যকে দূর করার জন্য ছোট বড় প্রত্যেক মুসলিম নারী-পুরুষের উপর সদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। নিজের এবং নিজের নাবালেগ সান্তানদের পক্ষ থেকে সাদকায়ে ফিতর আদায় করবে। স্ত্রী এবং বালেগ সান্তানদের ফিতরা তারা নিজেরাই আদায় করবে অবশ্য স্বামী বা পিতা, স্ত্রী এবং বালিগ সন্তানের পক্ষ হতে আদায় করে দিলে তা আদায় হয়ে যাবে সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময় হলো ঈদুল ফিতরের দিন সুবহে সাদিক হওয়ার পর। ঈদুল ফিতরের দিনের পূর্বে ফিতরা আদায় করা যায়েজ। ঈদুল ফিতরের দিন আদায় না করলেও পরে আদায় করতে হবে। ঈদুল ফিতরের দিন ঈদ গাহের উদ্দেশ্যে বের হবার পূর্বে ফিতরা আদায় করা মুস্তাহাব। এক ব্যক্তির ফিতরা এক মিসকিনকে দেওয়া উত্তম। তবে একাধিক মিসকিনকে দেওয়া ও জায়েজ। আবার একদল লোকের উপর যে ফিতরা ওয়াজিব তা এক মিসকীনকে দেওয়া ও জায়েজ।