ভারতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সেই সঙ্গে এক সপ্তাহে চতুর্থবারের মতো দৈনিক করোনাভাইরাস শনাক্তের সংখ্যা চার লাখ ছাড়াল বলে এনডিটিভি জানিয়েছে।
সরকারি তথ্য তুলে ধরে ভারতের সংবাদমাধ্যমটি বলছে, কোভিড শনাক্তের দৈনিক সংখ্যায় আগের দিন বিশ্বের মধ্যে সর্বোচ্চ অবস্থানে যাওয়ার পর শনিবার ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ১০ হাজার মানুষের সংক্রমণ শনাক্ত হয়ে।
এর ফলে ভারতে মোট কোভিড শনাক্তের সংখ্যা বেড়ে ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ হলো। আর নতুন ৪ হাজার ১৮৭ মৃত্যু যোগ করে মোট মৃতের সংখ্যাও বেড়ে ২ লাখ ৩৮ হাজারে উন্নীত হলো।
আগের দিনই সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, জোরালো পদক্ষেপ না নিলে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে।