ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নির্ধারিত কোয়ারেন্টিন ছাড়াই ভারত থেকে বেনাপোল হয়ে কুমিল্লায়
৫ জন কুমিল্লা সদর হাসপাতালের আইসোলেশনে
Published : Saturday, 8 May, 2021 at 2:49 PM, Update: 08.05.2021 5:33:10 PM
নির্ধারিত কোয়ারেন্টিন ছাড়াই ভারত থেকে বেনাপোল হয়ে কুমিল্লায় তানভীর দিপু:  
ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করে নির্ধারিত কোয়ারেন্টিন পালন ছাড়াই কুমিল্লায় চলে এসেছেন ৫ জন। তারা সবাই কুমিল্লার বাসিন্দা। কুমিল্লায় আসার পর র‌্যাপিড এন্টিজেন টেস্টে তারা নেগেটিভ আসলেও তাদেরকে আইসোলেটেড করা হয়েছে; আবারও তাদের করোনা টেস্ট করানো হবে।  গত ৫দিন আগে কুমিল্লায় এসে সিভিল সার্জন কার্যালয়ে নিজেরাই কোয়ারেন্টিন এর জন্য আবেদন করেন। তারা  বর্তমানে কুমিল্লা সদর হাসপাতালের আইসোলেটেড অবস্থায় প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে আছে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কোভিড-১৯ পর্যালোচনা সভায় এসব তথ্য দেন কুমিল্লা সিভিল সার্জনর মীর মোবারক হোসাইন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। নির্ধারিত কোয়ারেন্টিন ছাড়াই ভারত থেকে বেনাপোল হয়ে কুমিল্লায়
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিষ্ময় প্রকাশ করে কুমিল্লার কাগজকে জানান, অন্তত ৭দিন আগে ভারত থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করে। দুই দিন ধরে বিভিন্ন মাধ্যমে তারা কুমিল্লায় আসে। যদি তাদের মধ্যে কেউ করোনার বাহক হয়ে থাকতে তবে তারা কত জায়গায় ভাইরাস ছড়াতে পারতেন! আমরা আশা করি বন্দরগুলোতে যদি সঠিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে। না হয় ভারত থেকে আসা বাংলাদেশিদের মধ্যে ভারতীয় ধরনের করোনা ছড়ানোর আশংকা খুব বেশি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আইসোলেশনে থাকা এই ৫ জন চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। তাদের ২ জনের বাড়ি কুমিল্লা নগরীতে এবং ৩ জন নাঙ্গলকোট উপজেলার।