ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হেফাজত নেতা জয়নুল কারাগারে
Published : Saturday, 8 May, 2021 at 3:05 PM
হেফাজত নেতা জয়নুল কারাগারেসিলেটের জকিগঞ্জে গ্রেফতার উপজেলা হেফাজতের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামকে (৪০) কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৮ মে) দুপুর আড়াইটায় জকিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

এরআগে শুক্রবার (৭ মে) বিকেলের দিকে জকিগঞ্জ শহরের একটি লাইব্রেরি থেকে তাকে আটক করে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল। পরে নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার মাওলানা জয়নুল ইসলাম জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের (মামুনুল হক) সাধারণ সম্পাদক ও উপজেলার বারহাল ইউনিয়নের নিজগ্রামের মৃত মাওলানা সফিকুল ইসলামের ছেলে।

জয়নুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম।

তিনি বলেন, গত ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি নাশকতার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে এ মামলায় আরও ১১জনকে গ্রেফতার করা হয়েছে।